Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নূরুল হক উচ্চ বিদ্যালয়

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

প্রতিষ্ঠানটি ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত এবং নিমণমাধ্যমিক বিদ্যালয় হিসাবে পাঠদানের অনুমতি ও অস্থায়ী স্বীকৃতি ও নবম শ্রেণি খোলার অনুমতি পায় ০১/০১/১৯৮৯ সনে। মাধ্যমিক একাডেমিক স্বীকৃতি অর্জন করে ০১/০১/১৯৯০ সনে এবং ১৯৯৩ সনে এম পি ও ভুক্ত হয়। প্রতিষ্ঠানটির জমির পরিমান ৬২৭ শতাংশ । মাঠের পূর্ব পাশে নিজস্ব একটি দিঘী ও দক্ষিন পাশে একটি পুকুর আছে। প্রতিষ্ঠানটি গাছপালা দ্বারা আচ্ছাদিত ও মনোরম প্রাকৃতিক পরিবেশে সুসজ্জিত । দক্ষ ম্যানেজিং কমিটি ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী  কর্তৃক পরিচালিত । শিক্ষার্থীদের উপস্থিতির হার ভাল। বিদ্যালয়ে কর্মরত ১৫ জন এম পি ও ভুক্ত শিক্ষক,একজন খন্ডকালীন শিক্ষক, একজন অফিস সহকারি ও ২ জন চতুর্থ শ্রেনির কর্মচারী কর্মরত আছেন। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ৬৩২ জন। বর্তমানে ৪ কক্ষ বিশিষ্টি একটি দ্বিতল ভবন ও ৪ কক্ষ বিশিষ্টি আধা পাকা টিন সিট এবং ৬ কক্ষ বিশিষ্টি কাঁচা একটি টিনের ঘর আছে। শিক্ষকদের জন্য আবাসিক ব্যবস্থা আছে। এস.এস.সি ও জে.এস.সি পরীক্ষায় আশাতীত সাফল্য অর্জনসহ স্কাউটিং ,খেলাধুলা, বির্তক প্রতিযোগিতা,সাংস্কৃতিক কার্যকলাপ,আর্তমানবতার সেবা, সামাজিক উন্নয়ন, বৃক্ষরোপন ইত্যাদি কাজে সক্রিয় অংশ গ্রহণ পূর্বক এক অনন্য সাফল্য ও বৈশিষ্টের দাবীদার । ইহা ছাড়া অত্র বিদ্যালয়ের কৃতি প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ইঞ্জিনিয়ার , মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সরকারি কর্মকর্তা, শিল্পপতিসহ বহুবিধ প্রতিষ্ঠানের সেবায় নিয়োজিত। বিদ্যালয়টি ছনপাড়া-কাঞ্চন রোডের দক্ষিন পাশে গ্রাম্য এলাকায় অবস্থিত। ইহার ভৌত অবকাঠামো , সুবিশাল খেলার মাঠ ইহাকে আরও সৌন্দর্য মন্ডিত করিয়াছে।