প্রতিষ্ঠানটি ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত এবং নিমণমাধ্যমিক বিদ্যালয় হিসাবে পাঠদানের অনুমতি ও অস্থায়ী স্বীকৃতি ও নবম শ্রেণি খোলার অনুমতি পায় ০১/০১/১৯৮৯ সনে। মাধ্যমিক একাডেমিক স্বীকৃতি অর্জন করে ০১/০১/১৯৯০ সনে এবং ১৯৯৩ সনে এম পি ও ভুক্ত হয়। প্রতিষ্ঠানটির জমির পরিমান ৬২৭ শতাংশ । মাঠের পূর্ব পাশে নিজস্ব একটি দিঘী ও দক্ষিন পাশে একটি পুকুর আছে। প্রতিষ্ঠানটি গাছপালা দ্বারা আচ্ছাদিত ও মনোরম প্রাকৃতিক পরিবেশে সুসজ্জিত । দক্ষ ম্যানেজিং কমিটি ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী কর্তৃক পরিচালিত । শিক্ষার্থীদের উপস্থিতির হার ভাল। বিদ্যালয়ে কর্মরত ১৫ জন এম পি ও ভুক্ত শিক্ষক,একজন খন্ডকালীন শিক্ষক, একজন অফিস সহকারি ও ২ জন চতুর্থ শ্রেনির কর্মচারী কর্মরত আছেন। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ৬৩২ জন। বর্তমানে ৪ কক্ষ বিশিষ্টি একটি দ্বিতল ভবন ও ৪ কক্ষ বিশিষ্টি আধা পাকা টিন সিট এবং ৬ কক্ষ বিশিষ্টি কাঁচা একটি টিনের ঘর আছে। শিক্ষকদের জন্য আবাসিক ব্যবস্থা আছে। এস.এস.সি ও জে.এস.সি পরীক্ষায় আশাতীত সাফল্য অর্জনসহ স্কাউটিং ,খেলাধুলা, বির্তক প্রতিযোগিতা,সাংস্কৃতিক কার্যকলাপ,আর্তমানবতার সেবা, সামাজিক উন্নয়ন, বৃক্ষরোপন ইত্যাদি কাজে সক্রিয় অংশ গ্রহণ পূর্বক এক অনন্য সাফল্য ও বৈশিষ্টের দাবীদার । ইহা ছাড়া অত্র বিদ্যালয়ের কৃতি প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ইঞ্জিনিয়ার , মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সরকারি কর্মকর্তা, শিল্পপতিসহ বহুবিধ প্রতিষ্ঠানের সেবায় নিয়োজিত। বিদ্যালয়টি ছনপাড়া-কাঞ্চন রোডের দক্ষিন পাশে গ্রাম্য এলাকায় অবস্থিত। ইহার ভৌত অবকাঠামো , সুবিশাল খেলার মাঠ ইহাকে আরও সৌন্দর্য মন্ডিত করিয়াছে।
প্রতিষ্ঠানটি ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত এবং নিমণমাধ্যমিক বিদ্যালয় হিসাবে পাঠদানের অনুমতি ও অস্থায়ী স্বীকৃতি ও নবম শ্রেণি খোলার অনুমতি পায় ০১/০১/১৯৮৯ সনে। মাধ্যমিক একাডেমিক স্বীকৃতি অর্জন করে ০১/০১/১৯৯০ সনে এবং ১৯৯৩ সনে এম পি ও ভুক্ত হয়। প্রতিষ্ঠানটির জমির পরিমান ৬২৭ শতাংশ । মাঠের পূর্ব পাশে নিজস্ব একটি দিঘী ও দক্ষিন পাশে একটি পুকুর আছে। প্রতিষ্ঠানটি গাছপালা দ্বারা আচ্ছাদিত ও মনোরম প্রাকৃতিক পরিবেশে সুসজ্জিত । দক্ষ ম্যানেজিং কমিটি ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী কর্তৃক পরিচালিত । এস.এস.সি ও জে.এস.সি পরীক্ষায় আশাতীত সাফল্য অর্জনসহ স্কাউটিং ,খেলাধুলা, বির্তক প্রতিযোগিতা,সাংস্কৃতিক কার্যকলাপ,আর্তমানবতার সেবা, সামাজিক উন্নয়ন, বৃক্ষরোপন ইত্যাদি কাজে সক্রিয় অংশ গ্রহণ পূর্বক এক অনন্য সাফল্য ও বৈশিষ্টের দাবীদার । ইহা ছাড়া অত্র বিদ্যালয়ের কৃতি প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ইঞ্জিনিয়ার , মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সরকারি কর্মকর্তা, শিল্পপতিসহ বহুবিধ প্রতিষ্ঠানের সেবায় নিয়োজিত। বিদ্যালয়টি ছনপাড়া-কাঞ্চন রোডের দক্ষিন পাশে গ্রাম্য এলাকায় অবস্থিত। ইহার ভৌত অবকাঠামো , সুবিশাল খেলার মাঠ ইহাকে আরও সৌন্দর্য মন্ডিত করিয়াছে।
১২ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি ঃ
ক্রমিক | নাম | পদবী |
০১ | ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মোঃ আবুল ফাতান | সভাপতি |
০২ | মোঃ গোলাম মোস্তফা | শিক্ষক প্রতিনিধি |
০৩ | জনাব মোঃ রমজান আলী খান | ঐ |
০৪ | জনাব বিউটী আক্তার | সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি |
০৫ | জনাব মোস্তাফিজুর রহমান বাচ্চু | অভিভাবক সদস্য |
০৬ | জনাব আলী আকবর | ঐ |
০৭ | জনাব মোঃ আসাদুজ্জামান নুর | ঐ |
০৮ | জনাব হেকমতউল্লাহ | ঐ |
০৯ | জনাব শিরিন সুলতানা | সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য |
১০ | শুন্য | প্রতিষ্ঠাতা সদস্য |
১১ | শুন্য | দাতা সদস্য |
১২ | প্রধান শিক্ষক | সদস্য সচিব |
বিগত ৪ বছরের জে.এস.সি পরীক্ষার ফলাফল সংক্রামত্ম তথ্যঃ
সন | পরীক্ষার্থীর সংখ্যা | পাশের সংখ্যা | পাশের শতকরা হার | জি.পি.এ ৫ প্রাপ্ত | মমত্মব্য |
২০১০ | ৮৮ জন | ৬৪ জন | ৭২.৭২% |
|
|
২০১১ | ৭৭ জন | ৭২ জন | ৯৩.৫০% |
|
|
২০১২ | ১১০ জন | ১০৩ জন | ৯৩.৬৩% | ১ জন |
|
২০১৩ | ১১০ জন | ১০২ জন | ৯২.৭২% | ৪ জন |
|
শিক্ষাবৃত্ত তথ্য সমূহঃ
| উপবৃত্তি | বৃত্তি | মোট | ||
ছাত্র | ছাত্রী | ছাত্র | ছাত্রী | ||
৬ষ্ঠ | ০৭ | ২৯ | ০২ | ০৪ | ৪২ |
৭ম | ০৭ | ২২ | ০৩ | ০৩ | ৩৫ |
৮ম | ০৫ | ২৪ | ০৩ | ০১ | ৩৩ |
৯ম | ০৪ | ২০ | × | × | ২৪ |
১০ম | ০৫ | ১৭ | ০৪ | × | ২৬ |
মোট | ২৮ | ১১২ | ১২ | ০৮ | ১৬০ |
প্রতিষ্ঠানের অর্জনঃ
প্রতিষ্ঠানটি ফলাফলের দিক হইতে অনন্য বৈশিষ্ঠের দাবিদার। শতভাগ পাশসহ জি.পি এ ৫ প্রাপ্ত হইতেছে। এছাড়া মেধা বৃত্তি ও সাধারন বৃত্তি অর্জনের প্রতিষ্ঠানটির আশানূরূপ অবস্থানে আছে। খেলাধুলা ,সাংস্কৃতিক কার্যকলাপ,স্কাউটিং, বির্তক প্রতিযোগিতা ,রচনা প্রতিযোগিতা ,স্থানীয় ,জাতীয় ও আমত্মর্জাতিক দিবস সমূহ পালনে,সামাজিক উন্নয়ন,প্রাকৃতিক দূর্যোগ,আর্তমানবতার সেবায় শিক্ষক,শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটি সক্রিয় অংশ গ্রহন পূর্বক এলাকায় সকল মহলের প্রশংসা অর্জনে সক্ষম হইয়াছে। খেলাধুলায় একাধিকবার অত্র বিদ্যালয়টি উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত হইয়াছে এবং জাতীয় পর্যায়ে অংশ গ্রহন করে ও বিভিন্ন সময় পুরস্কার প্রা্প্ত হইয়াছে।
ভবিষৎ পরিকল্পনাঃ
জে.এস.সি ও এস.এস.সি পরীক্ষায় শতভাগ পাশসহ অধিক সংখ্যক জি.পি.এ ৫ ও ৭০% বৃত্তি অর্জন । ইহা ছাড়া খেলাধুলা ,সাংস্কৃতিক কার্যক্রম,সামাজিক উন্নয়ন ,নিয়মিত শিক্ষা সফর, বৃক্ষরোপন অভিযান পালন,স্কাউটিং ও আর্তমানবতার সেবাদান,স্থানীয়,জাতীয় ও আমত্মর্জাতিক বিভিন্ন দিবস পালন ও উৎযাপনে বিশেষ ভূমিকা পালন ও কৃতিত্ব অর্জন প্রত্যাশী। ছাত্রছাত্রীদের নৈতিক ও মানবিক শিক্ষা অর্জনে পদক্ষেপ গ্রহন,দেশপ্রেমে উদ্বৃদ্ব করা ,দেশের স্বাধীনতা অর্জনের প্রকৃত ইতিহাস ও বসত্মনিষ্ঠ তথ্য সর্ম্পকে অবহিত করা ,অসাম্প্রদায়িক মনোভাব গড়ে তোলা, ধর্মীয় ও কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করে উন্নত চরিত্র গঠন ও বাসত্মব গঠনমূখী জীবন প্রতিষ্ঠার মাধ্যমে সরকারের ভিশন ২০২১ বাসত্মবায়নে সহায়ক ভূমিকা রাখা।
যোগাযোগ ব্যবস্থা ঃ
বিদ্যালয়টি ছনপাড়া-কাঞ্চন রোডের দক্ষিন পাশে গ্রাম্য এলাকায় অবস্থিত।
উপজেলা সদর হইতে ভূলতা হইয়া ঢাকা-সিলেট মহাসড়কদিয়ে সনপাড়া বাস স্ট্যান্ড হতে সিএনজিতে পাকা রাস্তা।
মেধাবী ছাত্র-ছাত্রীর তালিকা (প্রতি শ্রেণি হতে ৫ জন)
শ্রেণি | ছাত্র- ছাত্রীর নাম | রোল | মমত্মব্য |
৬ষ্ঠ | নাঈমা হক প্রমা | ০১ |
|
মারম্নফা আফরীন মীম | ০২ |
| |
শাকিল মোলস্না | ০৫ |
| |
সুমা আক্তার | ০৪ |
| |
রাশেদ | ১৩ |
| |
৭ম | ওয়াসিমা ওয়াহাব অর্পা | ০৩ |
|
ঈমন হোসেন পলাশ | ০৫ |
| |
মাহফুজ আহমেদ মুন্না | ০৬ |
| |
লুৎফুন্নাহার স্বর্না | ০৯ |
| |
সাদিয়া সুলতানা |
|
| |
৮ম | আসিফ ভূঁইয়া | ০১ |
|
নাছিম হক | ০২ |
| |
সুমাইয়া ইসমত জেরিন | ০৩ |
| |
ইফফাত ভূঁইয়া সানি | ০৭ |
| |
আব্দুর রহমান | ০৪ |
| |
৯ম | মাহমুদা সুলতানা | ০১ |
|
তানিয়া আক্তার | ০৩ |
| |
হীরা আক্তার | ০৪ |
| |
আব্দুলস্নাহ মোলস্না | ২১ |
| |
নূরে আলম শ্রাবন | ০২ |
| |
১০ম | পুলক দাশ | ০১ |
|
শাহরিয়ার নূর পস্নাবন | ০৩ |
| |
আব্দুলস্নাহী আল মামুন | ০৩ |
| |
তালহা ভূঁইয়া | ০৬ |
| |
স্বজন হাসান | ০৭ |
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস