Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
চারিতালুক পাল বাড়ী
স্থান
ভোলাব ইউনিয়নের ০৪নং ওয়ার্ড চারিতালুক গ্রামে অবস্থিত বৃটিশ আমলের পাল বাড়ী
কিভাবে যাওয়া যায়
রুপগঞ্জ উপজেলা থেকে রিক্সায় মুড়াপাড়া, মুড়াপাড়া হইতে সিএনজিতে ভুলতা, ভুলতা হইতে বাস/সিএনজি/লেগুনা দিয়ে সনপাড়া। সনপাড়া হইতে সিএনজিতে চারিতালুক পালবাড়ী।
বিস্তারিত

বৃটিশ আমলে অভিজাত জমিদারদের আবাসস্থল ছিল ভোলাব ইউনিয়নের অভ্যমত্মরে চারিতালুক গ্রামে পাল বাড়ী নামে খ্যাত। নদীর তীর ঘেঁসে সুবিন্যসত্ম সড়কের দুপাশে সাজানো ঝাউয়ের সাড়ি , ফাঁকে ফাঁকে নদী তীরে সান বাঁধানো ঘাটলা, প্রায় শত বিঘা জায়গার উপর মনমুগ্ধকর আম্রকানন, নয়নাভিরাম উদ্যান, গভীর কালো জলে ভরপুর সান বাঁাধানো বৃহদাকার পুকুর, শ্বেত পাথরে আবৃত পোড়া মাটির কালী মন্দির সহ মধ্যযুগের বৃটিশ আদলে তৈরি সুরম্য দ্বিতল অট্টালিকা সহ একই সমামত্মরালে নদীর তীর জুড়ে  বিশাল বিশাল অট্টালিকা সহ জমিদার বাড়িগুলো আজো ভোলাব ইউনিয়নের অতীত ঐতিহ্যের স্মৃতি বহন করে চলছে। ভোলাব ইউনিয়নের অতীত ঐতিহ্যকে অবলমবন করে বর্তমানে গড়ে উঠতে চলেছে আধুনিক শহর পূর্বাচল।সনপাড়া থেকে আতলাপুর আসার পথে কাজলা চক এর উপর গড়ে উঠতে চলেছে আধুনিক শহর পুর্বাচল।