Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

চারিতালুক দারুল হুদা আলিম মাদরাসা

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

প্রতিষ্ঠানটি ১৯৪৩ইং সালে প্রতিষ্ঠিত হয়। এবতেদায়ী প্রাথমিক শিক্ষা ও মক্তব শিক্ষার মাধ্যমে প্রতিষ্ঠানিটির যাত্রা শুরু হয়। ১৯৫৪ইং সনে দাখিল মাদরাসা হিসেবে স্বীকৃতি পায়। ১৯৮৪ইং সনে আলিম মাদরাসা হিসেবে স্বীকৃতি লাভ করে।

প্রতিষ্ঠানটির আয়তন ৩৬০x৩১০= ১,১১,৬০০ বর্গফুট।

ঘর ও উহার আয়তন

৮০x৩২= ২,৫৬০ বর্গফুট।

৭৯x২২= ১,৭৩৮ বর্গফুট।

৭৯x২২= ১,৭৩৮ বর্গফুট।

৫৬x২২= ১,২৩২ বর্গফুট।

৫৬x২২= ১,২৩২ বর্গফুট।

৫৭x১৮= ১,০২৬ বর্গফুট।

স্বাস্থ্য বিধিঃ

পায়খানা- ৫টি, প্রস্রাবখানা- ৪টি, নলকূপ ২টি, মটরট্যাংক ১২শীটের ২টি অজুখানা, ১টি পুকুর।

 

খেলার মাঠের আয়তনঃ

৩০০x২৪০= ৭২,০০০ বর্গফুট।

সীমানা প্রাচীর ঘেরা