প্রতিষ্ঠানটি ১৯৪৩ইং সালে প্রতিষ্ঠিত হয়। এবতেদায়ী প্রাথমিক শিক্ষা ও মক্তব শিক্ষার মাধ্যমে প্রতিষ্ঠানিটির যাত্রা শুরু হয়। ১৯৫৪ইং সনে দাখিল মাদরাসা হিসেবে স্বীকৃতি পায়। ১৯৮৪ইং সনে আলিম মাদরাসা হিসেবে স্বীকৃতি লাভ করে।
প্রতিষ্ঠানটির আয়তন ৩৬০x৩১০= ১,১১,৬০০ বর্গফুট।
ঘর ও উহার আয়তন
৮০x৩২= ২,৫৬০ বর্গফুট।
৭৯x২২= ১,৭৩৮ বর্গফুট।
৭৯x২২= ১,৭৩৮ বর্গফুট।
৫৬x২২= ১,২৩২ বর্গফুট।
৫৬x২২= ১,২৩২ বর্গফুট।
৫৭x১৮= ১,০২৬ বর্গফুট।
স্বাস্থ্য বিধিঃ
পায়খানা- ৫টি, প্রস্রাবখানা- ৪টি, নলকূপ ২টি, মটরট্যাংক ১২শীটের ২টি অজুখানা, ১টি পুকুর।
খেলার মাঠের আয়তনঃ
৩০০x২৪০= ৭২,০০০ বর্গফুট।
সীমানা প্রাচীর ঘেরা
০১/০১/১৯৪৩ খ্রীঃ দ্বীনি শিক্ষা প্রসারের জন্য প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। এলাকার ধর্মপ্রাণ মুরুব্বিদের উদ্যোগে চারিতালুক ঈদগাহ সংলগ্ন যাত্রা শুরু হয়। এবতেদায়ী থেকে দাখিল, ১৯৮৬ থেকে আলীম পর্যায়ে উত্তীর্ণ হয়।
বর্তমান পরিচালনা কমিটিঃ
ক্রমিক | নাম | পদবী | মন্তব্য |
০১ | জনাব মোঃ হাসান আশকারী | সভাপতি |
|
০২ | জনাব মোঃ মাহফুজুর রহমান | শিক্ষানুরাগী সদস্য |
|
০৩ | জনাব মোঃ আব্দুল মান্নান | অভিভাবক সদস্য |
|
০৪ | জনাব আলহাজ্ব আব্দুল খাবির মোল্লা | অভিভাবক সদস্য |
|
০৫ | জনাব গোলজার হোসেন | অভিভাবক সদস্য |
|
০৬ | জনাব মোঃ সেলিম মিয়া | অভিভাবক সদস্য |
|
০৭ | জনাব হাছিনা বেগম | অভিভাবক সদস্য |
|
০৮ | জনাব কুহিনুর বেগম | শিক্ষক প্রতিনিধি |
|
০৯ | জনাব মোঃ ইব্রাহিম মিয়া | শিক্ষক প্রতিনিধি |
|
১০ | জনাব আলহাজ্ব আইয়ুবুর রহমান | শিক্ষক প্রতিনিধি |
|
১১ | জনাব আলহাজ্ব আঃ মতিন | শিক্ষক প্রতিনিধি |
|
১২ | জনাব মোঃ ইকবাল হাছান | অধ্যক্ষ/সদস্য সচিব |
|
বিগত ৫ বছরের পাবলিক পরীক্ষার ফলাফলঃ
পরীক্ষার সন | পরীক্ষার্থী সংখ্যা | পাশ | পাশের হার |
জিডিসি- ২০১০ | ৪২ | ৩৫ | ৮৩.৩৩% |
জিডিসি- ২০১১ | ৬০ | ৫৫ | ৯১.৬৬% |
জিডিসি- ২০১২ | ৪৮ | ৪৩ | ৮৯.৫৮% |
জিডিসি- ২০১৩ | ৫০ | ৪৮ | ৯৬% |
দাখিল- ২০১০ | ৩৭ | ৩৬ | ৯৭.২৯% |
দাখিল- ২০১১ | ৩২ | ৩২ | ১০০% |
দাখিল- ২০১২ | ৪৬ | ৪০ | ৮৬.৯৫% |
দাখিল- ২০১৩ | ৪০ | ৩৮ | ৯৫% |
দাখিল- ২০১৪ | ৩৭ | ৩৬ | ৯৭.২৯% |
আলিম- ২০১০ | ২০ | ১৮ | ৯০% |
আলিম- ২০১১ | ২০ | ১৬ | ৮০% |
আলিম- ২০১২ | ১৫ | ১১ | ৭৩.৩৩% |
আলিম- ২০১৩ | ১৫ | ১৫ | ১০০% |
আলিম- ২০১৪ | ১৫ | ১৫ | ১০০% |
জেডিসি পরীক্ষায় ২০১০সালে মাহবুবা আক্তার, রোল ১০৬৫৮৯ ট্যালেন্টপুলে বৃত্তি।
অর্জনঃ
প্রতিষ্ঠানটি মনোরম পরিবেশে সুচারু রূপে সুনামের সাথে এবং দ্বীনি শিক্ষা সম্প্রসারনণ কাজ করে যাচ্ছে। এ প্রতিষ্ঠানে শিক্ষা লাভ করে অনেকেই সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে সুনামের সহিত দায়িত্ব পালন করতেছেন এবং করে যাচ্ছেন।
ভবিষ্যত পরিকল্পনাঃ
ভাল ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম প্রতিষ্ঠিত করা। জেডিসি পরীক্ষায় শতভাগ পাশসহ অধিক সংখ্যক জি.পি.এ ৫ অর্জন। ইহা ছাড়া খেলাধুলা, সংস্কৃতি, সামাজিক উন্নয়ণ, নিয়মিত শিক্ষা সফর, বৃক্ষরোপন অভিযান পালন, স্কাউটিং, আর্তমানবতার সেবাদান, স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন ও উদযাপনে বিশেষ ভূমিকা পালন ও কৃতিত্ব অর্জন প্রত্যাশী। ছাত্রছাত্রীদের নৈতিক ও মানবিক শিক্ষা অর্জনে পদক্ষেপ গ্রহন, দেশপ্রেমে উদ্বোধ্য করা, দেশের স্বাধীনতা অর্জনের প্রকৃত ইতিহাস, বস্তুনিষ্ঠ তথ্য সম্পর্কে অবহিত করা, অসাম্প্রদায়িক মনোভাব গড়েতোলা, ধর্মীয় ও কর্মমূখী শিক্ষায় শিক্ষিতি করে উন্নত চরিত্র গঠন ও কর্মমূখী জীবন প্রতিষ্ঠার সহায়ক ভূমিকা রাখা।
যোগাযোগঃ
ঢাকা/নারায়ণগঞ্জ হইতে সিলেট রোডে বাসযোগে ছনপাড়া বাস ষ্ট্যান্ড হইতে রিক্সা, সি.এন.জি যোগে চারিতালুক দারুল হুদা আলিম মাদরাসা।
মেধাবী ছাত্রছাত্রীবৃন্দঃ
জেডিসি পরীক্ষায় ২০১০সালে মাহবুবা আক্তার, রোল ১০৬৫৮৯ ট্যালেন্টপুলে বৃত্তি।
জেডিসি পরীক্ষায় ২০১২ সালে মাহমুদা আক্তার, রোল ১০৬৭৪০, নাদিয়া আক্তার, রোল ১০৬৭৩৮, জেডিসি পরীক্ষায় ২০১৩ সালে মোরশেদা আক্তার, রোল ১০৫৩০৮ A+ প্রাপ্ত।
দাখিল পরীক্ষা ২০১৩ সনে আনিসুর রহমান, রোল ১০২৯২৫ A+ প্রাপ্ত।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS