Title
ভোলাব ইউনিয়ন পরিষদ কার্য্যালয় রূপগঞ্জ নারায়ণগঞ্জ।
Details
ইউনিয়ন পরিষদ এ উপমহাকোশের প্রাচীন তম স্থানীয় সরকার প্রতিষ্ঠান। এ দেশে বৃটিশদের আগমনের পূর্বে পঞ্চায়েত প্রযার প্রচলন ছিল। পরবতীতে ১৮৭০ সনে ইউনিয়ন পর্য্যায়ে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে গ্রামে চৌকিদার আইন প্রবর্তন করা হয়। ১৯৫৯ সনে ইউনিয়ন কাউন্সিল গঠন করা হয়। পরবর্তীতে ১৯৭৩ সনে রাষ্ট্রপতির আদেশ নং ২ দ্বারা ইউনিয়ন পঞ্চায়েত বা ইউনিয়ন কাউন্সিলের নাম ইউনিয়ন পরিষদ রাখা হয়। আমাদের ইউনিয়ন পরিষদটি বর্তমানে আধুনিক কমপ্লেক্স ভবন।