বিদ্যালয়ের ধরণ সরকারী, শ্রেণী কক্ষ ৬টি, নলকুপ ১টি, শৌচাগার ২টি, সীমানা প্রাচীর আংশিক। শিক্ষক ৮ জন। ১ টি ভবন ঝুকিপুর্ন। বিদ্যালয় উন্নয়নে জনগণের অংশগ্রহন ভাল।
প্রতিষ্ঠাতা মৃত হরিমোহন দাস ভোলাব সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ১৯২৮ সালে বেসরকারীভাবে প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে গত ০১-০৭-১৯৭৩ খ্রীষ্টাব্দে সরকারী অনুমোন পায়। বর্তমানে বিদ্যালয়টি জনগনের স্বতস্ফুর্ত সহযোগীতায় বেশ ভালভাবে প্রতিষ্ঠা লাভ করে।
২৪-০৪-২০১৩ ইং তারিখ ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সভাপতি- মোঃ সাদেক সরকার
১০০% সাফল্য
শিক্ষার মানোন্নয়ন ও খেলাধুলায় ইউনিয়ন পর্যায়ে অন্যতম।
২০১২ সালে A+ প্রাপ্ত ছাত্র-ছাত্রী ৭ জন।
আদর্শ বিদ্যালয়ে পরিনত করা। শিশু নিরাপদ, সুস্থ ও আনন্দঘন পরিবেশে শিক্ষালাভ করবে। শিশু তাদের শিক্ষাক্রমের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।
ইউনিয়ন থেকে বিদ্যালয়ের দুরত্ব দেড় কিলোমিটার। বিদ্যালয়ে আসার পথ সুগম।
১। ফাল্গুনী দাস
২। ঋত্বিক দাস
৩। সুদীপ্ত দাস
৪। প্রান্ত দাস
৫। ইউসুফ সিয়াম
৬। অনন্ত দাস
৭। সুমাইয়া আক্তার
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS