বিদ্যালয়টি ২০১২ খ্রীষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়ে ২০১৩ খ্রীষ্টাব্দে প্লে গ্রুপ থেকে ৪র্থ শ্রেণী পর্যণ্ত চালু করা হয় এবং পরবর্তীতে ২০১৪ খ্রীষ্টাব্দে ৫ম শ্রেণী খোলা হয়।
ইতিহাস
শীতলক্ষা নদীর পাশে সুন্দর ও মনোরম পরিবেশে অন্বেষা স্কলার একাডেমি নামে এই বিদ্যালয়টি ২০১২ খ্রীঃ প্রতিষ্ঠিত হয় এবং ০১-০১-২০১৩ খ্রীঃ হতে বিদ্যালয়টিতে পাঠদান শুরু হয়। অত্র এলাকার শিক্ষাবঞ্চিত ছেলে-মেয়েদের মধ্যে শিক্ষার আলো ছড়ানোই এই বিদ্যালয়টির মূল লক্ষ ও উদ্দেশ্য। বিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য অত্র এলকার শিক্ষানুরাগি ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ বিশেষ করে অন্বেষা সমবায় সমিতির যথেষ্ট অবদান রয়েছে। বিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য আব্দুল্লাহ-আল-মামুন ও তার পরিবারবর্গ প্রয়োজনীয় জমি দিয়েছেন। বিদ্যালয়টিতে (১২০’*১৮’) আকারের একটি আধাপাকা টিনশেড বিল্ডিং তার সামনে বিস্তর খেলার মাঠ রয়েছে। বিদ্যালয়টিতে বর্তমানে ১৬৮জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে। বিদ্যালয়ের মাঠে নিয়মিত প্রাত্যহিক সমাবেশ করানো হয়। বিদ্যালয়ের একটি শক্তিশালী ম্যানেজিং কমিটি ও সুদক্ষ শিক্ষকমন্ডলী রয়েছে। ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ বিদ্যালয়ের যেকোন উন্নয়নমূলক কাজে সক্রিয়ভাবে সাহায্য সহযোগীতা করে থাকেন। গরীব ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সাহয্যের ব্যবস্থা রয়েছে। বিদ্যালয়টি দিন দিন উন্নতি লাভ করবে বলে আশা করি।
তথ্য সরবরাহকারী
গৌরাঙ্গ চন্দ্র দাস(এম,এড)
অধ্যক্ষ
বর্তমান পরিচালনা কমিটি
নং | সদসস্যের নাম | পদবী | মন্তব্য |
০১ | জনাব আলহাজ্ব আবুল হোসেন খান | সভাপতি |
|
০২ | জনাব আবদুল্লাহ আল মামুন | সহ-সভাপতি |
|
০৩ | বাবু বাদল দাস চৌধুরী | শিক্ষক সদস্য |
|
০৪ | জনাব বারিক মোল্লা | অভিভাবক সদস্য |
|
০৫ | জনাব মাসুম মিয়া | ঐ |
|
০৬ | মোসাঃ রাশিদা আক্তার | ঐ |
|
০৭ | মোঃ কবির হোসেন মোল্লা | উদ্যোক্তা |
|
০৮ | রাজিব চক্রবর্ত্তী | ঐ |
|
০৯ | মোঃ শামীম আহসান | ঐ |
|
১০ | বাবু রিপন কুমার দাস | শিঃ প্রতিনিধি |
|
১১ | বাবু গৌরাঙ্গ চন্দ্র দাস | অঃ ও সঃ |
|
শিক্ষাবৃত্তিঃ
অন্বেষা স্কলার একাডেমি নামে এই বিদ্যালয়টি ২০১২ খ্রীঃ প্রতিষ্ঠিত। পূর্ব ও পশ্চিমে প্রায় এক কিলোমিটার এরিয়া এই বিদ্যালয়ের আওতাভূক্ত। বর্তমানে শিক্ষার্থী সংখ্যা ১৬৮ জন। ২০১৩ খ্রীঃ অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করে এবং সেভেন ষ্টারসহ ৪ (চার) জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। বিদ্যালয় থেকে বৃত্তিধারী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
৭৫% লক্ষমাত্রা অর্জিত হয়েছে
রূপগঞ্জ উপজেলায় এই বিদ্যালয়টিকে একটি আদর্শ বিদ্যালয় হিসেবে গড়ে তোলা।
রূপগঞ্জ উপজেলা হইতে ভুলতা হইয়া ঢাকা সিলেট মহাসড়ক সনপাড়া বাসযোগে। সনপাড়া হইতে সিএনজিতে আতলাপুর বাজার। আতলাপুর বাজার থেকে অটোরিক্সায় ভোলাব গাবতলা অন্বেষা স্কলার একাডেমী। সম্পুর্ণ পাকা রাস্তা।
মেধাবী ছাত্র-ছাত্রীদের তালিকাৰ
প্লে
১। মোসাঃ সানিয়া আক্তার
২। তূর্য দাস
নার্সারী
৩। এনামুল মিয়া
৪। মোসাঃ নাদিয়া আক্তার
১ম শ্রেণী
৫। পুলক দাস
৬। মোসাঃ ফাতেমা আক্তার
২য় শ্রেণী
৭। মোসাঃ সাবিকুন্নাহার হাফসা
৮। মোঃ তারিকুল ইসলাম অনিক
৩য় শ্রেণী
৯। মোঃ শাকিল মিয়া
১০। মোসাঃ তারমিন আক্তার
৪র্থ শ্রেণী
১১। মোঃ মোস্তাকীন হোসেন
১২। মোসাঃ সামিয়া ইসলাম
৫ম শ্রেণী
১৩। মোসাঃ সুমনা
১৪। মোঃ ফাহাদ খান
মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তি ও বিনামূল্যে শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS